ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

শাকিব কী গ্যাংস্টার না পুলিশ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৩, ২০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২৩:১৮, ২০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ঢালিউড কিং শাকিব খান এখন দুই বাংলা দাপিয়ে বেড়াচ্ছেন। মুক্তি পাচ্ছে তার নতুন ছবি। সেখানে তিনি গ্যাংস্টার নাকি পুলিশ। তার উত্তর মিলবে শুক্রবার। কারণ এ দিনই কলকাতায় মুক্তি পাচ্ছে তার সিনেমা ‘নাকাব’। বাংলাদেশে একই দিন ছবিটি মুক্তি দেওয়ার কথা থাকলেও পিছিয়ে গেছে।     

তবে নাকাব ছবিতে শাকিব দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। গল্প অনুযায়ী, একজন শাকিব গ্যাংস্টারের ভূমিকায় এবং আরেকজন শাকিব পুলিশের ভুমিকায় অভিনয় করেছেন৷ ভূতের চরিত্রে রয়েছেন পুলিশ শাকিব খান৷    

টলিউডে শাকিব একের পর এক হিট ছবি করে চলেছেন৷ এরই মধ্যে একটা ভালই ফ্যানবেস তৈরি হয়েছে শাকিবের৷ এবং বাংলাদেশে তাঁর ভক্তরা অগণিত তা আর বলার অপেক্ষা রাখে না৷ ভূত শাকিব নাকি মানুষ শাকিব৷ রাজীব বিশ্বাস পরিচালিত এই ছবিতে শাকিবকে ডাবল রোলে দেখা যাবে৷ ছবিতে রয়েছে ভৌতিক চমক৷ ছবির নায়িকা দু’জন, সায়ন্তিকা এবং নুসরত৷

এসি  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি