ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

চিরসবুজ জাফর ইকবাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫০, ২৩ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৪৫, ২৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জাফর ইকবাল। বাংলাদেশ চলচ্চিত্রের উজ্জ্বল এক নাম। অকাল প্রয়াত এ চিত্রনায়ককে নিয়ে সম্প্রতি নির্মিত হল বিটিভির সিনেমার গানবিষয়ক নিয়মিত অনুষ্ঠান ‘ছায়াছন্দ’। বিশেষ এই পর্বের নাম ‘চিরসবুজ জাফর ইকবাল’। এটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন ইকবাল খন্দকার। এ পর্বে জাফর ইকবাল সম্পর্কে এমন কিছু তথ্য পরিবেশন করা হয়েছে, যেগুলো সম্পর্কে সাধারণ দর্শক খুব কমই অবগত।

এছাড়া সংযোজন করা হয়েছে এ নায়ক অভিনীত চলচ্চিত্রের দুর্লভ কিছু ফুটেজ এবং গান।

উপস্থাপক ইকবাল খন্দকার বলেন, ‘জাফর ইকবাল চিরবিদায় নিয়েছেন দুই যুগেরও বেশি সময় আগে। এখনও তার সম্পর্কে ব্যাপক আগ্রহ মানুষের। এ অনুষ্ঠানে আমরা এমন সব তথ্য সংযোজনের চেষ্টা করেছি, যেগুলো বর্তমান প্রজন্মের তো বটেই, পূরণ করবে ভবিষ্যৎ প্রজন্মের দর্শকদের আগ্রহও।’

আগামী ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বিটিভিতে প্রচার হবে এটি।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি