ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

নতুন ঠিকানায় অপু বিশ্বাস  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১০, ২৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ঠিকানা বদল করেছেন অপু বিশ্বাস। পুরনো ফ্ল্যাট ছেড়ে উঠেছেন নতুন ফ্ল্যাটে। একমাত্র ছেলে আব্রাম খান জয়কে নিয়ে উঠেছেন বসুন্ধরার নতুন একটি ফ্ল্যাটে।

নিজের নতুন ফ্ল্যাট সম্পর্কে অপু বিশ্বাস বলেন, ‘অনেক দিন থেকেই কিস্তি দেওয়ার মাধ্যমে এ ফ্ল্যাটটি নেওয়া হয়েছে। একবারে টাকা দিয়ে নেওয়া হয় নাই। কিস্তি শেষ করে বাসায় উঠলাম।’   

অপু বিশ্বাস ও শাকিব খান জুটি বেঁধে প্রায় ৫৬টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। ভালোবেসে বিয়ে করলেও একসময় দুজন চলে যান দুদিকে। তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়। তাকে নিয়েই থাকেন অপু বিশ্বাস।

বর্তমানে অপু বিশ্বাস দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় স্টেজশো নিয়েই ব্যস্ত সময় পার করছেন। এছাড়া দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির শুটিং শেষ করেছেন। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। কলকাতায় ‘শর্টকাট’ নামেও একটি ছবিতে অভিনয় করেছেন অপু। এতে তার সঙ্গে দেখা যাবে পরমব্রত চ্যাটাজীর্ ও গৌরবকে।

এসি  

 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি