ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

‘নতুন প্রজন্মের সঙ্গে আমার কোনও প্রতিযোগিতা নেই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ২৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

টালিগঞ্জের ইতিহাসে উত্তম কুমারের চেয়ে জনপ্রিয় নায়ক আর নেই। তবে উত্তম কুমারের পর তার থেকে একটু কম হলেও কিছু জনপ্রিয় নায়ক যুগে যুগে এসেছেন। তাদের মধ্যে অন্যতম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বুম্বাদা নামেই যিনি বেশি পরিচিত। তিন দশকের বেশি সময় ধরে সফলতার সঙ্গে টিকে আছেন তিনি। টালিগঞ্জের ইতিহাসে এটি একটি বড় অধ্যায়। বাঙালি অভিনেতাদের প্রধান চরিত্রে টিকে থেকে টানা তিন দশক অভিনয় জীবনের ব্যপ্তি ঘটানোর অসাধ্য কাজটিকে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে এই সংগ্রামী অভিনেতা।

সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘কিশোর কুমার জুনিয়র’ সিনেমায়। যেখানে নতুন এক প্রসেনজিৎ-কে দেখবে দর্শক।

‘কিশোর কুমার জুনিয়র’ নিয়ে তিনি বলেন, ‘এ রকম একটা চরিত্র যে কেউ ভাবতে পারে, সেটাই তো আশ্চর্যের! সিনেমার কনসেপ্ট শুনে বচ্চন সাহেব পর্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন। কিশোর কুমারকে কোনও একটা প্রজন্মের মধ্যে আটকে রাখা যাবে না। আর তাদের মতো শিল্পীকে যারা টিকিয়ে রেখেছেন, তারা ওই কণ্ঠী শিল্পী বা কপি সিঙ্গার। তাদের স্ট্রাগলটা সাংঘাতিক। যার ছেলে লজ্জা পায়, বাবা কপি সিঙ্গার বলে। তবে কৌশিকের গল্পটা শুধু সেই জায়গায় আটকে থাকেনি। বাবা-ছেলে, স্বামী-স্ত্রীর সম্পর্ক ছাড়াও অন্য একটা মোচড় রয়েছে। কৌশিক যখন এগুলো বলছিল, চরিত্রটা যেন ক্রমশ আমার উপর ভর করছিল।’

এর আগে ‘ইয়েতি অভিযান’, ‘ময়ূরাক্ষী’, ‘দৃষ্টিকোণ’ সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে তার। পরপর সবগুলো সিনেমাই তার হিট হয়েছে। বুম্বাদা যে সিনেমাতেই অভিনয় করেন সেটিই হিট হয়ে যায়। তাই তো পরবর্তী প্রজন্মের কাছে তিনি এখনও ঈর্ষণীয়।

এ বিষয়ে প্রসেনজিৎ বলেন, ‘নিজের বয়স অনুযায়ী কাজ করি। কখনও তিরিশ বছর বয়সের কারও চরিত্র করি না। যে কারণে সৃজিতের ‘চৌরঙ্গী’ করলাম না। উত্তমজেঠুর অনেক কম বয়সের চরিত্র ওটা। স্যাটা বোসের মতো লোভনীয় চরিত্রও ছেড়ে দিয়েছি। একই কারণে ‘হেমলক সোসাইটি’ ছেড়েছিলাম। পরবর্তী প্রজন্মের সঙ্গে আমার তো কোনও প্রতিযোগিতা নেই। নতুনদের ফাঁকা মাঠ দিয়ে রেখেছি। খেলুক নিজের মতো। গোল দিক।’

সূত্র : আনন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি