ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

আমি অঙ্কুশের সঙ্গে থাকি: মিমি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৮, ২৭ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১২:২৫, ২৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আসছে পূজায় টালিউডে মুক্তি পাচ্ছে মিমি-অঙ্কুশের ‘ভিলেন’। তবে তার আগে ভক্তদের সঙ্গে একটু মজা করলেন দুই তারকা। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছেন তারা। যেখানে মিমি আর অঙ্কুশের খুনসুটি প্রকাশ পেয়েছে। আর তাতে জানা গেছে- অঙ্কুশ নাকি ঐন্দ্রিলাকে ছেড়ে এখন মিমির প্রেমে পড়েছেন। সেটা বলতেই হেসে উঠলেন দু’জন। মিমি বলে উঠলেন- ‘অঙ্কুশ আর আমি একসঙ্গে থাকি। সকালে উঠে আমায় না দেখলে ওর চলেই না!’

এ সময় অঙ্কুশ রীতিমতো চিৎকার করে মিমিকে থামিয়ে বলেন, ‘আমায় সার্ভেন্ট কোয়ার্টারে থাকতে দিয়েছে কিন্তু!’

কথা শুনেই মিমি তেড়ে গেলেন তার হিরোর দিকে। চলতে লাগে মারপিট।

মিমি আবার বলেন, ‘আমার জন্য বাড়ি তৈরি করেছে অঙ্কুশ।’

ঠিক তখন অঙ্কুশ বুঝিয়ে দেন, ‘আসলে ওকে ঠান্ডা জায়গায় রাখতে হবে। মাথা গরম তো।’

মূলত এটি তাদের আপকামিং সিনেমার প্রচারণার একটি অংশ। দু’জনেই চান তাদের পরিশ্রম করে তৈরি ‘ভিলেন’ দর্শক হলে গিয়ে দেখুক। অঙ্কুশ যোগ করেন- ‘যারা হলে গিয়ে সিনেমা দেখে সিটি বাজাবেন, হাসবেন, মজা করবেন, তাদের জন্য ‘ভিলেন’।

সূত্র : আনন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি