ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

শেখ হাসিনাকে নিয়ে তৈরি চলচ্চিত্রের ট্রেইলার প্রকাশ [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ২৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

শিগগিরই বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘হাসিনা’। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত চলচ্চিত্রটির ট্রেইলার এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার ইউটিউব চ্যানেলে চলচ্চিত্রটির ট্রেইলার আপলোড করেন।

আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) প্রযোজিত চলচ্চিত্রটি ৭০ মিনিটের। সিআরআই এবং অ্যাপলবক্স ফিল্মসের প্রতিষ্ঠাতা ও পরিচালক রেজাউর রহমান খান পিপলুর দীর্ঘ পাঁচ বছরের অক্লান্ত প্রচেষ্টার ফল এই চলচ্চিত্রটি। 

পরিচালক পিপলু শেখ হাসিনার জীবনের বিষাদ, বিজয় ও নৈকট্যের গল্পগুলোকে নিজের স্বাধীন দৃষ্টিভঙ্গির সাহায্যে পরিণত করেছেন নিজস্ব আদলে। চলচ্চিত্রটিতে ‘হাসিনা’কে দেখা যাবে কখনও বঙ্গবন্ধুর মেয়ে বা কারও বোন, কখনও একজন নেতা বা পুরো দেশের ‘আপা’ হিসেবে এবং সবকিছুর উর্ধ্বে তার ব্যক্তিসত্তাকে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি