ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

‘নায়ক’ এর ফার্স্ট লুক প্রকাশ   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১১, ২৯ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১০:৪৭, ১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে নায়ক সিনেমাটি। এখন চলছে মুক্তির প্রস্তুতি। তার আগেই প্রকাশিত হলো নায়ক এর ফার্স্ট লুক। প্রথম দর্শনেই চমকে দিল ‘নায়ক’।

পোস্টারে অ্যাকশন লুকে হাজির হয়েছেন চিত্রনায়ক বাপ্পি। চোখে সানগ্লাস। রোমান্টিক মুড়ে তার দিকে তাকিয়ে আছেন নায়িকা অধরা খান। ছবির পোস্টার বলে দিচ্ছে ছবিটি কেমন হতে পারে। এমন লুকে বাপ্পি অধরাকে দেখে সবাই প্রশংসা করছে।  

‘নায়ক’ সিনেমাটির যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান। এই ছবিতে বাপ্পী-অধরা ছাড়া আরও অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী, অমিত হাসান, আমান রেজা প্রমুখ।

পনেরো বছর আগে এই যুগল পরিচালক ইস্পাহানী আরিফ জাহান মান্না ও পূর্ণিমাকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘নায়ক’। সেই নামেই নতুন গল্প নিয়ে তারা এবার নির্মাণ করেছেন ছবিটি। তাদের ভাষ্য, নতুনভাবে ‘নায়ক’ হাজির হচ্ছে। এর গল্প এবং অভিনয় সবকিছুই ভালো। আশা করি দর্শক গ্রহণ করবে।’ আগামী ১২ অক্টোবর ‘নায়ক’ সিনেমাটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।  

এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি