ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হয়ে ঐশী যা বললেন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩১, ১ অক্টোবর ২০১৮ | আপডেট: ১০:১৮, ৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

হয়ে গেল `মিস ওয়ার্ল্ড বাংলাদেশ` প্রতিযোগিতা। এবারের আসরে প্রথম হয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। ৩০ হাজার প্রতিযোগীকে টপকে বিজয়ীর মুকুট ছিনিয়ে নিলেন ঐশী। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে রবিবার রাতে বসে জমকালো এই আয়োজন। 

জান্নাতুল ফেরদৌস ঐশী ‘বিশ্ব সুন্দরী’ প্রতিযোগিতায় এবার বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। সেরার মুকুট জয়ের পর ঐশী বলেন, আমার ভীষণ ভালো লাগছে। সবার প্রতি আমার কৃতজ্ঞতা। দেশের সংস্কৃতিকে মনে ধারণ করি। দেশকে ভালোবাসি, দেশের সংস্কৃতিকে ভালোবাসি। এতদিন আমি নিজের হয়ে লড়ছিলাম। এখন দেশের জন্য লড়ব। এটা অনেক বড় দায়িত্ব আমার জন্য। সবার কাছে দোয়া চাইছি।

চীনের অনুষ্ঠেয় ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার মূল আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জান্নাতুল ফেরদৌস ঐশী। আগামী ৮ ডিসেম্বর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি