ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

প্রকাশ পেয়েছে নিপার ‘ওরে প্রিয়া’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৯, ৮ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

কন্ঠশিল্পী নিপা মন্ডল। নতুন নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। নতুন গানের পাশাপাশি স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই মধ্যে নতুন একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে তার। গানটির শিরোনাম ‘ওরে প্রিয়া

এমদাদ সুমনের লেখা গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শিবলু মাহমুদ। নিপার সঙ্গে গানটিতে দ্বৈত কন্ঠ দিয়েছেন শিবলু মাহমুদ।

মিউজিক ভিডিওটি প্রসঙ্গে নিপা বলেন, ‘উৎসবকে আরও বেশি রাঙ্গিয়ে দিতে আমার এই প্রয়াস। গানটির কথার সঙ্গে দারুণ মিল রেখে মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে। এই সময়ে একটি ভালো গানকে দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছানোর সহজ মাধ্যম হলো মিউজিক ভিডিও। তবে সেটি অবশ্যই গানের গল্পের নির্মাণ হওয়া প্রয়োজন বলে আমি মনে করি।’

মিউজিক ভিডিও নির্মাণ করেছে সিডি চয়েসে মিউজিক টিম।

গানের ভিডিওটি দেখুন :

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি