আইয়ুব বাচ্চুর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
প্রকাশিত : ১২:১৯, ১৮ অক্টোবর ২০১৮ | আপডেট: ১২:৩৩, ১৮ অক্টোবর ২০১৮

জনপ্রিয় সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
অপরদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইয়ুব বাচ্চুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।
এই গুনি শিল্পীর মৃত্যুতে একুশে পরিবারের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকালে আইয়ুব বাচ্চু হৃদরোগে আক্রান্ত হয়ে বাসায় মারা যান। পরে সকাল ১০টার দিকে তাকে স্কয়ার হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন : সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু আর নেই
আরও পড়ুন : ‘এই রুপালি গিটার ফেলে একদিন চলে যাব দূরে বহুদূরে’
আরও পড়ুন : আইয়ুব বাচ্চুর জানাজা কাল বাদ জুমা, দাফন শনিবার
এসএ/