ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

প্রিয় শিল্পীর বিদায়ে যা বললেন তারকারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ১৮ অক্টোবর ২০১৮

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবির দলনেতা ও লিড গিটারিস্ট আইয়ুব বাচ্চু মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। তার অকাল মৃত্যুতে গভীর শোক বিরাজ করছে সংস্কৃতি অঙ্গনে। আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবর প্রকাশের সঙ্গে সঙ্গে তার ভক্ত, অনুসারি ও বিভিন্ন অঙ্গনের অনেক তারকাই শোক প্রকাশ করেছেন।

মৃত্যুর খবর শোনার পর সঙ্গীত শিল্পী রবি চৌধুরী বলেন, ‘আমি এতো সকালে ঘুম থেকে উঠি না। বেশ কয়েকজন ফোন করে জানালেন আইয়ুব বাচ্চু আর নেই। বিশ্বাসই করতে পারিনি। হাসপাতালে ছুটে এসেছি। বুঝলাম বাচ্চু আর নেই। অঝোরে কাঁদছি।’

আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান নায়ক ফেরদৌস। তার সঙ্গে নিজের শেষ স্মৃতির কথা জানিয়ে ফেরদৌস বলেন, ‘আমার একটা সিনেমাতে তার প্লেব্যাক ছিল। শেষ যেদিন তার সঙ্গে দেখা হয় তিনি আমাকে বলেছিলেন যে, হিরো এত সুন্দর একটা গান গেয়ে দিলাম, আর সিনেমাতে এটা কী করলা। যদি পারো গানটি নিয়ে আবার কাজ কইরো, ফুটিয়ে তুইলো।’

হাসপাতালে ছুটে যান দেবাশীষ বিশ্বাস। তিনি বলেন, উনাকে (আইয়ুব বাচ্চু) নিয়ে আজ এভাবে মিডিয়ার সামনে দাঁড়াতে হবে ভাবিনি। উনার সঙ্গে অনেক স্মৃতি রয়েছে। অনেক গভীর সম্পর্ক ছিল। অনেক পুরনো। ছোটবেলা থেকেই উনার গান শুনে, গিটার শুনে, গান দেখে অনুভব করেই বড় হওয়া। অনেক সময়ই বলেছি, শরীরের দিকে একটু যত্নশীল হন। একটু সাবধানে থাকেন। উনি বলতেন, ধুর দেবো, আমি তোর থেকেও ইয়াং।

জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিত বলেন, ‘খবরটা শুনে আমি আসলে ঠিক নেই। গত পরশু দিন ও (বাচ্চু) রংপুরে ছিল। এর মধ্যে ওর সঙ্গে আমার কথাও হয়নি। এদিকে ওর মুঠো ফোনও বন্ধ পাচ্ছি। কার সঙ্গে যে যোগাযোগ করব বুঝতেছি না।’

আহমেদ ইমতিয়াজ বুলবুল জানান, ‘বাচ্চু বড় হওয়ার পর ওর সঙ্গে কাজ করেছি কিন্তু সেসব স্মৃতির চেয়ে ছোটবেলার স্মৃতিগুলো বার বার আমাকে নাড়িয়ে যাচ্ছে। ছোটবেলার সময়গুলোর গভীরতা অনেক বেশি। যা আমি ঠিক বুঝিয়ে বলতে পারব না। ও আমার গানের সঙ্গে গিটার বাজাত। একসঙ্গে বসে আড্ডা, গল্প চলত। এসবই এখন স্মৃতি। এসবের অনুভূতি অন্যরকম।

এক স্মৃতির কথা স্মরণ করে এবং একটি ছবি পোস্ট করে ফকির আলমগীর তার ফেসবুকে লেখেন, ‘যমুনার পাড়ে কোন এক সিটিসেল মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমরা। ছবির মাঝ থেকে সংগীতের কিংবদন্তী মোহাম্মদ আব্দুল জব্বারকে হারিয়েছি ২০১৭ তে। আর এবার হারালাম রুপালি গিটার আর ব্যান্ড সংগীতের কিংবদন্তী আইউব বাচ্চুকে। তাদের আত্মার শান্তি কামনা করি।’

আরও পড়ুন : সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু আর নেই

আরও পড়ুন :  গিটার পাগল ছেলেটি

আরও পড়ুন : ‘এই রুপালি গিটার ফেলে একদিন চলে যাব দূরে বহুদূরে’

আরও পড়ুন : আইয়ুব বাচ্চুর জানাজা কাল বাদ জুমা, দাফন শনিবার

আরও পড়ুন : বাচ্চুর শেষ ঠিকানা মায়ের কবরে

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি