ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫

বাপ্পার গিটারে বাচ্চুর ‘ফেরারী মন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৮, ২০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

খ্যাতিমান ব্যান্ড সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর স্মরণে  তার গাওয়া ‘ফেরারী এ মনটা আমার’ গানটির সুর গিটারে তুলেছেন  শিল্পী বাপ্পা মজুমদার।

শনিবার বিকালে তিনি ফেইসবুকে তা প্রকাশ করেছেন ‘ট্রিবিউট টু গ্রেট এবি’ শিরোনামে।

বাপ্পা বলেন’ ‘এটা বাচ্চু ভাইয়ের জন্য আমার ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। তিনি তার বিপুল সৃষ্টির ভেতর দিয়ে আমাদের বাংলা গানকে সমৃদ্ধ করে গেছেন, জাতি হিসেবে আমাদের গর্বিত করেছেন।’

উল্লেখ্য, বাংলাদেশের ব্যান্ড সংগীতের জগতে ‘গিটারের জাদুকর’ হিসেবে খ্যাত আইয়ুব বাচ্চু গত বৃহস্পতিবার  ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গীতিকার, সুরকার ও প্লে-ব্যাক শিল্পী। চার দশক ধরে  বাংলাদেশের তরুণদের তিনি গিটারের মূর্ছনায় মাতিয়ে রেখেছিলেন।

তিনি আরও বলেন, ‘থ্যাংক ইউ বস আপনার মিউজিকের জন্য। আমরা আমাদের শেষ নিশ্বাস পর্যন্ত আমরা আপনাকে স্মরণ করব।  আমার সালাম গ্রহণ করুন।’

কেআই/ এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি