ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

শাহেনশাহ’র মুখোমুখি নুসরাত ফারিয়া  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৩, ১২ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৭:২৫, ১৩ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে এই প্রথম অভিনয় শুরু করলেন নায়িকা নুসরাত ফারিয়া। শামিম আহমেদ রনি পরিচালিত ‘শাহেনশাহ’ চলচ্চিত্রে অভিনয় করছেন তারা। ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে সিনেমাটির শুটিং চলছে এফডিসিতে। 

শাহেনশাহ ছবিতে আরও একজন নায়িকা রয়েছেন। তিনি হলেন নবাগতা রোদেলা জান্নাত। প্রথম অংশে শাকিবের সঙ্গে শুটিং করেন রোদেলা। এবার দ্বিতীয় অংশে সম্প্রতি শুরু করেছন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।  

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশ করলেন শুটিংয়ের একটি দৃশ্য। বলা চলে ‘শাহেনশাহ’ চলচ্চিত্রে ফারিয়ার ফার্স্টলুক এটি। তবে, যে দৃশ্য তিনি প্রকাশ করেছেন তার বর্ণনায় ফারিয়া বলেন, “এ দৃশ্যে আমি প্রথম শাহেনশাহ’র মুখোমুখি হই। তারই দৃশ্যধারণ চলছিলো।”

ফারিয়া জানান, ইতিমধ্যেই তার অংশের ৩০শতাংশ চিত্রধারণ শেষ হয়েছে। ২ নভেম্বর থেকে টানা কিছুদিন শুটিংয়ের পর ১৫ নভেম্বর থেকে ফের শুরু হচ্ছে শুটিং।

শাকিব খানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতাও তার দারুণ। সহশিল্পী হিসেবে শাকিব প্রসঙ্গে বললেন, “গ্রেট, এমাজিং, ওয়ান্ডারফুল! কোআর্টিস্ট হিসেবে দারুণ পেশাদারি মনোভাব শাকিবের।”

এসি
  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি