ঢাকা, মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫

‘পাকিস্তানের সন্ত্রাসবাদী নিয়ে তো কথা বলছি না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ২৯ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

টালিউড অভিনেতা দেব। অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিতেও সরব। তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব বললেন, ‘পাকিস্তানের সন্ত্রাসবাদী নিয়ে তো কথা বলছি না। মানুষ যাকে ভালোবাসে সেই রাজ্য চালাবে।’

বিজেপিকে নিয়ে এমনই প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। বুধবার ভারতের ঘাটালে বিজয় সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেন অভিনেতা দেব। সেখানে তিনি দাবি করেন, ঘাটালে ঘন ঘন না আসতে পারলেও মানুষের সঙ্গে আছেন। এরপরই বিজেপিকে নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে দেব বলেন, ‘আমি চাই দেশের ভালো হোক। রাজ্যের ভালো হোক। পাকিস্তানের কোনও সন্ত্রাসবাদীকে নিয়ে তো কথা বলছি না। দুটো দল যেটা রাজ্যে ক্ষমতায় আসতে চায়।’
একইসঙ্গে দেব মনে করিয়ে দেন, সবাই শত্রু নয়। মানুষ যাকে ভালোবাসে, সে-ই রাজ্য চালাবে। বর্তমান রাজনীতির পরিবর্তন হওয়া জরুরি বলেও মনে করেন দেব।
তার কথায়, ‘শান্তি চান সাধারণ মানুষ। কাদা ছোড়াছুড়ি নয়। এসবের ঊর্ধ্বে যেতে হবে। এই রাজনীতি ৭০ বছর ধরে চলছে। ইতিবাচক রাজনীতি চাই।’
সূত্র : জি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি