ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

সরকারের উন্নয়নের দ্যুতি ছড়াচ্ছেন তারকারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৭, ২৫ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী মাঠে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন বিনোদন জগতের এক ঝাঁক তারকা। গত ১০ বছরে সরকারের নানা অর্জন নিয়ে ভোটারদের সামনে তুলে ধরে আবারও নৌকা প্রতীকে ভোট দিতে অনুরোধ জানান তারা।       

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহে তারকারা একটি নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। গত এক সপ্তাহে চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, শাকিল খান, মাহফুজ, জয়, সাইমন, চিত্রনায়িকা অরুনা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, অভিনেত্রী রোকেয়া প্রাচী, তানভিন সুইটি, তারিনসহ এক ঝাঁক তারকা কুমিল্লা, ফেনি, চট্টগ্রামের বেশ কয়েকটি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন।   

তারা দেশের চলমান উন্নয়ন ধরে রাখতে নৌকা প্রতীকে ভোট দিতে ভোটারদের প্রতি অনুরোধ জানান। এ তারকাদের দেখতে সমাবেশগুলোতে বিপুল মানুষের ঢল নামে। রুপালি পর্দার তারকাদের চোখের সামনে দেখা ও সেলফি তুলতে ভীড় জমান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।  

আজ বিকেল ৩টায় ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগের প্রার্থী নাজিম উদ্দিন আহমেদকে ভোট দিতে এক প্রচার সমাবেশে অংশ নেবেন বেশ কয়েকজন তারকা। এদের মধ্যে আছেন, শাকিল খান, সাইমন, তারিন, অরুনা বিশ্বাস, রোকেয়া প্রাচী, আহমেদ রুবেল, মাজনুন মিজান, আসিফ প্রমুখ।  

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি