নতুন বছরে চমক দেখাতে চান রিহান্না
প্রকাশিত : ১০:২৫, ২৬ ডিসেম্বর ২০১৮

পপ তারকা রিহান্না। গানের পাশাপাশি বিচিত্র নাচের জন্য শ্রোতা ও দর্শকদের কাছে আলাদা একটি স্থান করে নিয়েছেন তিনি। সর্বশেষ ২০১৬ সালে ‘এন্টি’ নামে তার অষ্টম স্টুডিও অ্যালবাম প্রকাশ পায়। এরপর চলতি বছর নতুন অ্যালবাম প্রকাশ করার কথা থাকলেও তা আর হয়ে ওঠেনি। তাই বছর শেষে ভক্তদের উদ্দেশ্যে নতুন খবর জানান দিলেন রিহান্না।
ইনস্টাগ্রামে এক ভক্তের প্রশ্নের জবাবে রিহান্না লিখেছেন, ‘২০১৯ এর শুরুর দিকে আসছে তার নতুন অ্যালবাম’। এরই মধ্যে অ্যালবামের কাজও শুরু করে দিয়েছেন।
তার প্রকাশিত সর্বশেষ স্টুডিও অ্যালবাম ৫৯তম গ্র্যামী অ্যাওয়ার্ডে ‘বেস্ট আরবান কনটেম্পরারি অ্যালবাম’ ও ‘বেস্ট রেকর্ডিং প্যাকেজ’ হিসেবে মনোনয়ন পেয়েছিল। সেরা ১০টি অ্যালবামের মধ্যেও ছিল তার এ অ্যালবাম।
এসএ/