ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

আলোচনায় শাকিব-ফারিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৪, ২৭ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৬:২২, ২৮ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

‘খুশি খুশি’ শিরোনামের নতুন বিজ্ঞাপনচিত্রটি দেশব্যাপী এখন ব্যাপক আলোচনার মধ্যে রয়েছে। বিজ্ঞাপনে মডেল হয়ে অভিনয় করেছেন ঢালিউড কিং শাকিব খান ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এই বিজ্ঞাপনচিত্রে দুজনকেই ভিন্ন লুকে পেয়ে দর্শক ভক্তরা বেশ আনন্দিত।       

৭দিন আগে প্রকাশিত হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দেয় বাংলালিংক এর এই বিজ্ঞাপনচিত্রটি। এর নির্মাতা আদনান আল রাজীব।       

ফেসবুক ও ইউটিউবে বিজ্ঞাপনটি দেখেছেন বিপুল সংখ্যক দর্শক। মাত্র এক সপ্তাহেই ফেসবুক ও ইউটিউবে বিজ্ঞাপনটি লাখ লাখ বার দেখা হয়ে গেছে।   

ফেসবুকে বিজ্ঞাপনটির শেয়ার সংখ্যা ইতিমধ্যে ৫ হাজার ছাড়িয়েছে। অসংখ্য দর্শক বিজ্ঞাপনটির চিত্রায়ন, কোরিওগ্রাফ ও জিঙ্গেলের প্রশংসা করেছেন তাদের মন্তব্যে।   

এছাড়া দীর্ঘ বিরতির পর শাকিব খানকে কোনো বিজ্ঞাপনচিত্রে ভিন্ন আঙ্গিকে দেখে আনন্দিত শাকিব ভক্তরা।

ফাতেমা শিকদার নামে একজন ভক্ত লিখেন, ‘অসাধারণ শাকিব খান।’

আয়েশা আফরিন নামে আরেকজন ভক্ত লিখেন, ‘অনলি শাকিব খান ইজ রিয়াল হিরো ইন সাবকন্টিনেন্টাল।’

আর জে জুয়েল নামে একজন উল্লেখ করেন, ‘শাকিব ভাই এর জন্য আজ একটা বাংলালিংক সিম নিবো,,তুমি বস সেরা।’ এভাবে অনেকেই শাকিব খানকে নিয়ে নিজেদের ভালোবাসা প্রকাশ করেন।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি