ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

‘জিতবে এবার নৌকা’ গানের কারিগর যারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৫, ২৮ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২০:৩৭, ২৮ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

`জয় বাংলা, জিতবে এবার নৌকা` এ গানটি এখন হাটে ঘাটে বন্দরে সব জায়গায় শোনা যাচ্ছে। দেশব্যাপী এ গান নিয়ে চলছে ক্যাম্পেইন। অনেকে এই গানকে রিংটোন হিসেবেও ব্যবহার করছেন। সারাদেশের অলিতে গলিতে এখন বাজছে গানটি।       

জাতীয় নির্বাচনকে সামনে রেখে থিম সং হিসেবে গানটি তৈরি করা হয়েছে। ‘জয় বাংলা জিতবে আবার নৌকা/ শেখ হাসিনার সালাম নিন, জয় বাংলা-নৌকা মার্কায় ভোট দিন’ এই গানের মাধ্যমে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগের বিভিন্ন সাফল্য তুলে ধরা হয়েছে। গানটি এরই মধ্যে সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে।

ব্যাপক জনপ্রিয় পাওয়া এই গানটি নিয়ে সবার আগ্রহ তৈরি হয়েছে। এ গানের নেপথ্যে নায়ক কারা? কারা গানটি তৈরি করেছেন। কে লিখেছেন?  

এই গানটির মাধ্যমে সারাদেশে যে গণজোয়ারের ঢেউ ওঠেছে সেই গানের রচয়িতা তৌহিদ হোসেন। গানটির ভিডিওচিত্র প্রযোজনায়ও ছিলেন তিনি। গানটিতে কণ্ঠ দিয়েছেন যৌথভাবে সরোয়ার ও জিএম আশরাফ। এর সংগীতায়োজন করেছেন ডিজে তনু ও এলএমজি বিটস। সম্পাদনা ও কালার সমন্বয়ে ছিলেন হৃদয় হোসেন।

গানটি প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে ভিন্ন কিছু একটা করার পরিকল্পনা মাথায় ঘুরছিলো। সেই পরিকল্পনার অংশ হিসেবে এই গানটি করেছি। এমন অভাবনীয় সাড়া পাবো ভাবতেই পারিনি। প্রথমে গানটি আমরা ইউটিউবে প্রকাশ করেছিলাম। পরে আওয়ামী লীগের অনেক নেতাও এটা শেয়ার করে। এরপরতো পুরোটাই ইতিহাস।’
 
এসি 
         


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি