ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

নির্বাচনের আগের দিন টিভিতে ‘দহন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৫, ২৯ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৫০, ২৯ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নির্বাচনের আগের দিন দেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রদর্শীত হচ্ছে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত সিনেমা ‘দহন’। একমাস আগে মুক্তি পাওয়া এ সিনেমাটি এখনও ১৪টি হলে প্রদর্শিত হচ্ছে। রাজনৈতিক কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘দহন’।
বেশ কয়েকবার মুক্তির তারিখ পাল্টিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক মাস আগে মুক্তি পায় রায়হান রাফী পরিচালিত ‘দহন’। এবার এক মাস পূর্ণ হওয়ার আগেই নির্বাচনের আগের দিন আজ ২৯ ডিসেম্বর দেশের ১২টি চ্যানেলে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

চ্যানেলগুলোর মধ্যে রয়েছে- এশিয়ান টিভি, এসএটিভি, বৈশাখী টিভি, চ্যানেল আই, দেশ টিভি, জিটিভি, আরটিভি, ইটিভি, মাই টিভি, মাছরাঙা, আনন্দ টিভি, মোহনা টিভি। অধিকাংশ টিভিতেই দুপুর থেকে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।
জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘দহন’-এ অভিনয় করেছেন- সিয়াম আহমেদ, পূজা চেরি ও জাকিয়া বারি মম।
এছাড়া আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সুষমা সরকার, রিপা রাজ, মুনিরা মিঠু, শিমুল খান প্রমুখ।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি