ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

প্রকাশ পেলো আকাশ-দোয়েলের ‘লং ড্রাইভ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৫, ২ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৬:৩২, ৩ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ওপার বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী আকাশ সেন কলকাতার মতো বাংলাদেশেও সমান জনপ্রিয়। বাংলাদেশে প্লেব্যাকের পাশাপাশি বেশকিছু মিউজিক ভিডিও উপহার দিয়েছেন তিনি।   

এবার নতুন বছর উপলক্ষে আকাশ হাজির হলেন নতুন গান ‘লং ড্রাইভ’ নিয়ে। মঙ্গলবার (১ জানুয়ারি) রাতে গানটি ‘চমৎকার ডিজিটাল’র ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। গানটিতে আকাশ সেনের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন ইশরাত দোয়েল।   

‘মুড আমার রোমান্টিক, ওয়েদারও ফ্যান্টাস্টিক, লং ড্রাইভে নিয়ে যা না ও আমার প্রেমিক…’-কথার গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায় ও এর সঙ্গীতায়োজন করেছেন আকাশ নিজেই।   

গানটির ভিডিওটি নির্দেশনা দিয়েছেন শিবরাম শর্মা। আকাশ ও দোয়েলের সঙ্গে এতে মডেল হয়েছেন ফারহান খান রিও।  

‘লং ড্রাইভ’ প্রসঙ্গে আকাশ বলেন, রোমান্টিক মুড, ফ্যান্টাস্টিক ওয়েদারে নতুন বছরকে বরণ করার জন্য দারুণ একটি গান এটি। আশাকরি গানটি শ্রোতাপ্রিয় হবে।

গান-ভিডিওটি ডিজিটাল কন্টেন্ট প্লাটফর্ম ‘চমৎকার ডিজিটাল’র প্রথম কাজ। মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছেন ইমাম হাসান ও কার্যনির্বাহী প্রযোজক হিসেবে ছিলেন মুহাম্মাদ আলতামিশ নাবিল। তিন মিনিটের এ ভিডিওটির দৃশ্যধারন করা হয়েছে রাজধানীর কোক স্টুডিওতে।   



এসি 
    


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি