ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

১০ জানুয়ারি আসিফের নতুন গান ‘চল পালাই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ৮ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

নতুন বছরের প্রথম গান নিয়ে হাজির হলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। গানের শিরোনাম ‘চল পালাই’। গানটিতে আসিফের সহশিল্পী হয়েছেন পাপড়ি। মাহমুদ জুয়েলের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন জে.কে মজলিশ।
শুধু গানই নয়, গানের ভিডিওতে এবার আসিফকে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েল মুখার্জির সঙ্গে। গানটির ভিডিও নির্মাণে ছিলেন সৈকত নাসির।
গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘২০১৯ এ আসিফ আকবর ‘চল পালাই’ গানের মাধ্যমে সবাইকে স্বাগতম জানাচ্ছে। এটি একটি তারুণ্যের প্রেমের গান। পাপড়ি অনেক ভালো গায়। মাহমুদ জুয়েল ভাইয়ের সাথে অনেক দিন পর আবার কাজ করলাম ভালো লাগছে। ভিডিওতে সৈকত নাসির তার কারিশমা দেখিয়েছে। পায়েল মুখার্জী কলকাতার মেয়ে, খুব ভালো পরফর্ম করেছে গানটিতে। সব মিলিয়ে আসিফিয়ানদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। আগামী ১০ জানুয়ারি বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটি।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি