ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

স্বামীর সঙ্গেই বসবাস শুরু ন্যান্সির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪২, ১২ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। গত কিছুদিন ধরে তার সংসার ও স্বামীকে নিয়ে বেশ আলোচনা মিডিয়া পাড়ায়। গত দুই মাস ধরে আলাদা থাকছিলেন তারা। এরই মধ্যে স্বামীর সঙ্গে না থাকার বিষয়টি প্রকাশ পায় মিডিয়ায়। যা গণমাধ্যমে প্রকাশ পেলে বেশ আলোড়ন সৃষ্টি হয়। তাদের সংসার ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়ে সঙ্গীত অঙ্গনেও। তবে নতুন খবর হচ্ছে- অবশেষে স্বামীর সঙ্গে এক ছাদের নিচে বসবাস শুরু করেছেন এই সঙ্গীত তারকা।
ন্যান্সি বলেন, বিচ্ছেদের জন্য নয়, স্বামীর সঙ্গে দাম্পত্য সম্পর্কটাকে আরেকটু ঝালিয়ে রঙিন করে তুলতেই আলাদা থেকেছি আমরা।
স্বামীর ব্যাপারে তার কোনো অভিযোগ নেই বলে জানিয়েছিলেন তিনি।
আবার একসঙ্গে বসবাস প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘আমাদের মধ্যে ভালোবাসার কমতি ছিলনা কখনই। জায়েদ বেশ ভালো মানুষ। তার সঙ্গে আমি প্রায়ই মান-অভিমান করি। যাই হোক, অভিমানের পালা শেষ। অতঃপর আমরা সুখে-শান্তিতে বসবাস করতে শুরু করেছি।’
প্রসঙ্গত, ২০১৩ সালের ৪ মার্চ ময়মনসিংহ পৌরসভার কর্মকর্তা নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। তাদের সংসারে নায়লা নামে এক কন্যা আছে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি