ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

সেলফি তুলতে কাঁধে হাত

ভক্তের হাত মুচকে দিলেন সোনু!

প্রকাশিত : ১০:১৭, ২২ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সোনু নিগম। তাকে ঘিরে বিতর্ক যেনো শেষই হচ্ছে না। এবার যুক্ত হল নতুন ঘটনা। সোশ্যাল মিডিয়ায় খ্যাতনামা গায়ক সোনু নিগমের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে কোনও একটি অনুষ্ঠানে গিয়েছেন তিনি। সেখানে খুব স্বাভাবিকভাবেই তাকে ঘিরে ঝলসে উঠছে ক্যামেরা। হঠাৎই একভক্ত এসে সোনুর কাঁধে হাত দিয়ে নিজের মোবাইলে সেলফি তুলে যান। সঙ্গে সঙ্গে সোনু নিগম তার কাঁধে রাখা ভক্তের সেই হাত ধরে উল্টোদিকে ঘুরিয়ে মুচকে দেন। পরক্ষণেই অবশ্য বিষয়টি সামাল দিয়ে সেই ভক্তের সঙ্গে সেলফিও তোলেন সোনু এবং তা হাসি মুখেই।
তবে প্রথমে গায়ক সোনু ঠিক কী করতে চাইছিলেন বোঝা গেল না। তিনি কি তার কাঁধে ওই ভক্তের হাত রাখায় রেগে গিয়েছিলেন? নাকি নেহাতই মজা করে এমনটা করছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে নেটিজেনদের দাবি তার কাঁধে হাত রাখায় রেগেই গিয়েছিলেন সোনু। তবে পরে বিষয়টা বুঝতে পেরে সামলে নেন পরিস্থিতি।
এমন কাজ মজা করে করেছেন, নাকি ভীষণ বিরক্ত ঠিক বোঝা গেল না। তবে এটা হলফ করে বলা যায় কিছু একটা ঘটেছিল।

দেখুন ভিডিও :


সূত্র : জি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি