ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

‘ডাম্বো’ উড়বে ঢাকায়

প্রকাশিত : ১১:৪৭, ২৮ মার্চ ২০১৯ | আপডেট: ১১:৪৯, ২৮ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

১৯৪১ সালের কথা। সেই সময় মুক্তি পায় ডিজনির চতুর্থ অ্যানিমেটেড সিনেমা ‘ডাম্বো’। সিনেমাটির পরিচালক টিম বার্টন। এবার নতুন করে সেই সিনেমাটিকে বড় পর্দায় ফিরিয়ে আনছেন তিনি। এতে অভিনয় করেছেন কলিন ফেরেল, ইভা গ্রীন, মাইকেল কিটনের মত তারকারা।

আগামীকাল শুক্রবার আন্তর্জাতিকভাবে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। একই দিনে ঢাকার স্টার সিনেপ্লেক্সেও মুক্তি যাচ্ছে ‘ডাম্বো’।

সিনেমাটির গল্পে দেখা যাবে, ছোট্ট একটা হাতির ছানার নাম ডাম্বো। তার কান দুটো বিরাট বড়। আর সেই কান নিয়ে সবাই হাসাহাসি করে। ঘটনাক্রমে মাকে হারিয়ে ডাম্বোকে চলে যেতে হয় সার্কাসে। কিন্তু সেই সার্কাসেই একদিন আবিষ্কার হলো ডাম্বোর অদ্ভুত ক্ষমতা। ডাম্বো উড়তে পারে! তার বিরাট দুটো কান ডানার কাজ করে। ডাম্বোর উড়তে পারার কথা ছড়িয়ে যায় সবখানে। সে বনে যায় সার্কাসের বড় স্টার।

ইতিমধ্যে সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। ট্রেলার প্রকাশের পর থেকেই এই আগ্রহ আরও বেড়ে যায়।

দেখুন ট্রেলার ভিডিও :

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি