ঢাকা, শনিবার   ১০ জানুয়ারি ২০২৬

টানা ১২৬ ঘণ্টা নেচে গিনেস বুকে এই তরুণী (ভিডিও)

প্রকাশিত : ১৫:৩০, ৫ মে ২০১৯ | আপডেট: ১৭:৩৮, ৫ মে ২০১৯

Ekushey Television Ltd.

একটানা ১২৬ ঘণ্টা নেচে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে নিলেন নেপালের এক তরুণী। ‘লংগেস্ট ডান্সিং ম্যারাথন বাই অ্যান ইন্ডিভিজুয়াল’ বিভাগে ওই বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। এত দিন এই রেকর্ড ছিল ভারতের দখলে। শনিবারের পর থেকে তা হল নেপালের।

রেকর্ড করা ওই তরুণী পূর্ব নেপালের ধানকুটা জেলারক বাসিন্দা। ১৮ বছরের ওই তরুণীর নাম বন্দনা। এই রেকর্ডে গড়ার পরই বন্দনাকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

নেপালের কাঠমান্ডুতে সম্প্রতি আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। সেখানে প্রচুর মানুষ এসেছিলেন বন্দনার বিশ্বরেকর্ড গড়ার সাক্ষী হতে। এর আগে এই রেকর্ড ছিল কলামন্ডলম হেমলতার দখলে। ২০১১তে তিনি টানা ১২৩ ঘণ্টা ১৫ মিনিট নেচে বিশ্বরেকর্ড করেছিলেন।

ভিডিও

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি