ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

সুবীর নন্দীর মৃত্যুতে স্পিকারের শোক

প্রকাশিত : ১৪:২৪, ৭ মে ২০১৯

Ekushey Television Ltd.

বরেণ্য সংগীত শিল্পী সুবীর নন্দী আর নেই। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

আজ এক শোকবার্তায় স্পিকার বলেন, সুবীর নন্দী ছিলেন সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যু বাংলাদেশের সংগীত জগতের জন্য অপূরণীয় ক্ষতি।

স্পিকার সুবীর নন্দীর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও সুবীর নন্দীর মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি গভীর শোক প্রকাশ করেছেন।

সুবীর নন্দী বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

দীর্ঘ সংগীত জীবনে আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন সুবীর নন্দী। তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। সংগীতে বিশেষ অবদানের জন্য এ বছর তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক পান।

সূত্র : বাসস

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি