ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

সুবীর নন্দীর শেষ গান প্রকাশিত

প্রকাশিত : ১৪:১৮, ১১ মে ২০১৯ | আপডেট: ১৪:২২, ১১ মে ২০১৯

গত ৩০ মার্চের কথা। মগবাজারের স্টুডিও ডি স্টেশনে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছিলেন বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী।

‘এখন কেমন আছে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িটি, এখন কোথায় আছে বঙ্গবন্ধুর কালো ফ্রেমের চশমাটি, এখন কোথায় আছে বঙ্গবন্ধুর সেই ইজি চেয়ারটি, এখন কোথায় আছে শেখ রাসেলের সেই ছবিটি’- এমন কথার গানই ছিল সদ্য প্রয়াত সুবীর নন্দীর গাওয়া শেষ গান।

সুমন কল্যাণের সঙ্গীতায়োজনে গানটি লিখেছেন সুজন হাজং। আর সুর করেছেন যাদু রিছিল। সম্প্রতি গীতিকার সুজন হাজংয়ের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এসএইচ গ্লোবাল টিভিতে এটি অবমুক্ত করা হয়।

এ বিষয়ে সুজন হাজং বলেন, ‘সুবীর নন্দী এই গানটি গাইতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। স্মৃতিকাতর হয়ে তিনি বলেছিলেন, ‘মনে হয় চোখের সামনেই ভেসে উঠছে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি, তার মোটা কালো ফ্রেমের চশমা, সেই ইজি চেয়ার এবং শেখ রাসেলের ছবিটি।’

সুজন আরও জানান, ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ অ্যালবামে সার্কভুক্ত ছয়টি দেশের আটজন শিল্পীর কণ্ঠে সুবীর নন্দীর এ গানটি সংযোজন করার কথা থাকলেও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আগেই গানটি ইউটিউবে প্রকাশ করা হলো।

গানটি শুনতে ক্লিক করুন :

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি