ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

নয়া লুকে অক্ষয়, পোস্টারেই চমক

প্রকাশিত : ১৬:৫৮, ২১ মে ২০১৯

Ekushey Television Ltd.

বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তিনি যে জাত অভিনেতা তা নতুন করে বলার কিছু নেই। ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে প্রকাশ করার কৌশল অক্ষয় বেশ ভালোই জানেন। এবার তার নতুন লুক দেখে চমক খেয়েছে দর্শক। প্রকাশ পেয়েছে তার নতুন সিনেমা ‘লক্ষ্মী বম্ব’র প্রথম পোস্টার।

এক চোখে কাজল পরা। অন্য চোখে কাজলের টান দিচ্ছেন অক্ষয়। চোখের দৃষ্টিতে ভিন্ন এক অভিব্যক্তি। ঠিক এ ভাবেই ‘লক্ষ্মী বম্ব’র প্রথম পোস্টারটি সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্টারের লুক নিজেই শেয়ার করেছেন অক্ষয়।

তামিল সিনেমা ‘কাঞ্চনা’র রিমেক ‘লক্ষ্মী বম্ব’। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় এবং কিয়ারা আডবাণী। ধারণা করা হচ্ছে- অক্ষয় এতে ট্রান্সজেন্ডারের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাতে থাকবে কিছু ভূতুড়ে অনুষঙ্গও।

জানা গেছে, অমিতাভ বচ্চনকেও এই সিনেমাতে এক ট্রান্সজেন্ডারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

একটি সাক্ষাৎকারে এই সিনেমার পরিচালক রাঘব লরেন্স জানিয়েছিলেন, একটি বিশেষ চরিত্রে অমিতাভ বচ্চনকে কাস্ট করতে চান তিনি। কিন্তু অক্ষয় কুমার এবং তার টিমের সঙ্গে কথা বলার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সব কিছু ঠিক থাকলে সিনেমাটি মুক্তি পাবে ২০২০ সালের ৫ জুন।

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি