ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

মাহফুজুর রহমানের গানের টিজার প্রকাশ (ভিডিও)

প্রকাশিত : ১১:৩৩, ২৮ মে ২০১৯

Ekushey Television Ltd.

আবার ঈদে গান নিয়ে ভক্ত-শ্রোতাদের সামনে আসছেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। প্রতি ঈদেই বিশেষ চমক হিসেবে এটিএন বাংলায় প্রচার হয়ে থাকে তার একক সংগীতানুষ্ঠান।

আসন্ন ঈদেও ‘মন থেকে রইলো শুভ কামনা’ নামে এবারে একক গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন তিনি। এরই মধ্যে বেশ কয়টি গানের রেকর্ডিং এবং দৃশ্যধারণ শেষ হয়েছে। গানগুলোর দৃশ্যধারণ করা হয়েছে বিশ্বের নানা দেশে।

এদিকে সম্প্রতি ড. মাহফুজুর রহমানের গাওয়া এবারের গানের একটি টিজার প্রকাশ করা হয়। টিজারে অনুষ্ঠানে গাওয়া গানগুলোর প্রথম এক-দুই বাক্য গাইতে দেখা যায় তাকে।

গানগুলো লিখেছেন দেশসেরা গীতিকবিরা। সুর ও সংগীতায়োজনেও থাকছে চমক।

২০১৬ সালে প্রথম একক সংগীতানুষ্ঠানটি প্রচারে আসার পর মাহফুজুর রহমানের গানগুলো ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। নানা আলোচন-সমালোচনাও হয় গানগুলো নিয়ে। তবে তিনি চুপ থাকেন নি। একের পর এক গান প্রকাশ করে যাচ্ছেন এ সঙ্গীত প্রেমী।

তার মতে, গান হচ্ছে ভালো লাগার জায়গা। আর মন দিয়ে চাইলে সবই সম্ভব।

দেখুন এবারের ঈদ আয়োজনে মাহফুজুর রহমানের গানের টিজার :

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি