ঈদে শুভর ‘ভুলিয়া না যাইও’
প্রকাশিত : ১২:১৫, ২৮ মে ২০১৯

সঙ্গীত শিল্পী কাজী শুভ। ভক্ত-অনুরাগীদের জন্য প্রায়ই তিনি নতুন নতুন গান নিয়ে হাজির হন। সেই ধারাবাহিকতায় আসছে ঈদুল ফিতর উপলক্ষ্যে নতুন একটি গান নিয়ে আসছেন তিনি।
‘ভুলিয়া না যাইও’ শিরোনামের গানটির কথা লিখেছেন পাগল হাসান। তারই সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। গানটির ভিডিও নির্মিত হয়েছে মৌলিক গল্পে। মাহিন আওলাদের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালানায় এতে অভিনয় করেছেন জামশেদ শামীম ও নুসরাত জাহান জেরী।
এ গান প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘ঈদে একাধীক গান প্রকাশিত হলেও ‘ভুলিয়া না যাইও’ নিয়ে আমার একটু আগ্রহ বেশি। শ্রোতাদের পছন্দের তালিকায় থাকবে গানটি, এটা আমি বলতে পারি। বাকীটা শ্রোতারাই বিবেচনা করবেন।’
নির্মাতা মাহিন আওলাদ বলেন, ‘আমি মৌলিক গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি। এবারও তার ব্যতিক্রম হয় নি। আমার বিশ্বাস- গল্প, লোকেশন এবং নির্মাণ সবার মাঝে ভালোলাগা তৈরি করবে।’
ঈদ আয়োজনে আগামী বৃহস্পতিবার ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘ভুলিয়া না যাইও’র গান ভিডিও। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
এসএ/