বিটিভিতে ঈদের সঙ্গীতানুষ্ঠানে বাপ্পা-কোনাল
প্রকাশিত : ১১:৪১, ২৯ মে ২০১৯

আসছে ঈদে বিটিভিতে দেখা যাবে সঙ্গীতানুষ্ঠান ‘একমুঠো রোদ্দুর’। যেখানে গান গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও সোমনুর মনির কোনাল।
সম্প্রতি বিটিভির নিজস্ব স্টুডিওতে এর রেকর্ডিং শেষ হয়েছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মডেল অভিনেত্রী শামীমা তুষ্টি। প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস।
এতে বাপ্পার কণ্ঠে শোনা যাবে ‘দিন বারি যাই’, ‘চোখেরই জলে’, ‘পরি’ শিরোনামের গান এবং কোনাল গেয়েছেন ‘স্বপ্ন মেলেছে ডানা’, ‘জাদু’, ‘মনে করো তুমি আমি’ গানগুলো। এ ছাড়া দু’জনের কণ্ঠে শোনা যাবে ‘ঘুম জড়ানো দু’চোখ মেলে’ গানটি।
অনুষ্ঠানটি সম্পর্কে বাপ্পা মজুমদার বলেন, ‘বেশ বিরতির পর কোনালের সঙ্গে ‘একমুঠো রোদ্দুর’ অনুষ্ঠানে গান করেছি। আশা করছি, নতুন আঙ্গিকে সাজানো অনুষ্ঠানটি শ্রোতাদের ভালো লাগবে।
অনুষ্ঠানটি ঈদের দিন দুপুর ২টা ৪০ মিনিটে বিটিভিতে প্রচার হবে।
এসএ/