(ভিডিও)
ঈদে ন্যান্সির উপহার ‘বৃষ্টি ভেজা রাত’
প্রকাশিত : ১১:১১, ৪ জুন ২০১৯

ঈদকে সামনে রেখে কণ্ঠশিল্পীরা প্রকাশ করছেন নতুন নতুন গানের ভিডিও। সেই ধারাবাহিকতায় বসে নেই কণ্ঠশিল্পী ন্যান্সিও। ঈদুল ফিতর উপলক্ষে নতুন গান প্রকাশ করলেন তিনি। গানের শিরোনাম ‘বৃষ্টি ভেজা রাত’।
‘বৃষ্টি ভেজা রাত/সাহস করে ভালোবেসে আজ ধরতেই হবে হাত … হঠাৎ চোখে ইশায়ার ফুল যেনো ফুটেছে- এমন কথার গানটি লিখেছেন প্রদীপ সাহা। অভি আকাশের সুরে এর সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু।
গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন সেউল বাবু। এতে মডেল হয়েছেন প্রীতম খান ও জান্নাত। দেখা যাবে ন্যান্সিকেও।
গানটি প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘গানের কথা, সুর ও সঙ্গীত এককথায় চমৎকার। ব্যক্তিগতভাবে গানটা আমার ভালো লেগেছে। ভিডিও নির্মাণও সুন্দর হয়েছে। আশা করছি দর্শক-শ্রোতাদেরও ভালো লাগবে।’
‘বৃষ্টি ভেজা রাত’ প্রকাশ পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘মা মিউজিক স্টেশন’র ইউটিউব চ্যানেলে।
এসএ/