ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

মালদ্বীপে কী করছেন দেব-রুক্মিনী?

প্রকাশিত : ১৯:১৫, ১৯ জুন ২০১৯ | আপডেট: ২৩:২২, ১৯ জুন ২০১৯

Ekushey Television Ltd.

অভিনেত্রী, মডেল রুক্মিনী মৈত্রের জন্মদিন আগামী ২৭ জুন। তার আগে নিজের জন্মদিনের মাসটা একটু অন্যভাবে সেলিব্রেট করতে মালদ্বীপে দেবের সঙ্গে ছুটি কাটাচ্ছেন এই অভিনেত্রী।

ইতিমধ্য়েই সোশ্যাল মিডিয়ায় উঠে মালদ্বীপে ছুটি কাটানো তাদের কিছু মুহূর্ত।  শেয়ার করেছেন অভিনেত্রী রুক্মিনী মৈত্র নিজেই। মালদ্বীপে গিয়ে রুক্মিনী যে স্কুবা ড্রাইভিংও করেছেন তা তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি ক্যাপশান থেকেই জানা যায়। একটি ছবির ক্যাপশানে রুক্মিনী লিখেছেন `SCUBA-DOOBY-DO!`

টলি পাড়ায় দেব-রুক্মিণীর প্রেম এখন ওপেন সিক্রেট। যদিও দেব বা রুক্মণী, দুজনের কেউই একে অপরের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি। দেব-রুক্মণীর কথায় তাঁরা নাকি ভালো বন্ধু। তাঁরা বিষয়টি স্বীকার না করলেও তাঁদের প্রেমের কথা টলি পাড়ায় কান পাতলেই শোনা যায়। গত বছরই জার্মানিতে ছুটি কাটাতে গিয়েছিলেন দেব ও রুক্মিনী মৈত্র। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছিলেন তাঁরা। আপাতত এই জুটির সাত পাকে বাঁধা পড়ার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

এনএম/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি