ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গভীর রাতে অর্জুন-মালাইকা কোথায় যাচ্ছেন?

প্রকাশিত : ২২:২৮, ২৫ জুন ২০১৯

Ekushey Television Ltd.

চোখে কালো চশমা। কাঁধে ব্যাগ। হাতে টানা ট্রলি। মুম্বাই বিমানবন্দরের ভিতরে ঢুকে গেলেন একটি যুগল। তারা আর কেউ নয় অর্জুন কাপূর এবং মালাইকা আরোরা। কিন্তু নিশ্চুপে কোথায় গেলেন, তা নিয়ে অবশ্য মুখ খোলেননি।

যদিও মালাইকা বা অর্জুন কেউই প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেন না। মালাইকার সঙ্গে সম্পর্কে তিনি ভাল আছেন বলে জানিয়েছিলেন অর্জুন। যদিও বিয়ে কবে, তা নিয়ে মুখ খোলেননি। ডিনারে হোক বা পার্টিতে একসঙ্গে দেখা যায় এই যুগলকে। বেশ কয়েকবার একসঙ্গে ছুটি কাটাতেও গিয়েছেন। এ বারও কি তেমনই কোনও ছুটির প্ল্যান ?

১৯৯৮ সালে অভিনেতা আরবাজ খানকে বিয়ে করেন মালাইকা। তাঁদের এক ছেলেও রয়েছে। কিন্তু ২০১৭ সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। অর্জুনের সঙ্গে সম্পর্কের জেরেই মালাইকা-আরবাজের সম্পর্ক ভেঙে গিয়েছিল বলে জল্পনা ছড়িয়েছিল ইন্ডাস্ট্রিতে। যদিও মালাইকা-আরবাজ দু’জনেই তা অস্বীকার করেন। বিচ্ছেদের পরও আরবাজের পরিবারের সঙ্গে নাকি সুসম্পর্ক রয়েছে মালাইকার।

এনএম/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি