ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

আল মামুনের কথায় বর্ণ চক্রবর্তীর নতুন গান

প্রকাশিত : ২২:৪২, ২৬ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ব্যতিক্রমধর্মী গায়কী দিয়ে এরই মধ্যে সাড়া ফেলেছেন বর্ণ চক্রবর্তী। এবার তার সঙ্গে যুক্ত হলেন তরুণ কবি ও সাংবাদিক আল মামুন। তার লেখা গানে প্রথমবারের মত সুর দিলেন বর্ণ।

আল মামুনের লেখা বর্ণ চক্রবর্তীর গাওয়া ‘তুমি আমি’ শিরোনামের রোমান্টিক এ গানটি সম্প্রতি হিউজ টিভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। এর সুর ও সঙ্গীতায়োজন করেছেন বর্ণ নিজেই।

গানটি প্রসঙ্গে বর্ণ চক্রবর্তী বলেন, ‘মিডিয়ায় কাজ করার সুবাদেই আল মামুনের সঙ্গে পরিচয়। এক দিন কথা প্রসঙ্গে জানালেন তিনিও গান লেখেন। পরে তিনি আমাকে তার লেখা বেশকিছু গান আমাকে দিলেন, দেখে ভালো লাগল। সেখান থেকে ‘তুমি আমি’ গানটিতে সুর ও সঙ্গীত আয়োজন করি। দেখা যাক শ্রোতারা কেমন সাড়া দেয়।’

আল মামুন বলেন, ‘গল্প-কবিতা-গান লিখি ছোটবেলা থেকেই। গল্পের-কবিতার বই প্রকাশিত হলেও এর আগে আমার লেখা গানে কেউ সুর দেয়নি। বর্ণ চক্রবর্তী সুর করলেন, গাইলেন, আমার ভালোই লাগলো। আশা করি রোমান্টিক ঘরানার এই গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।’

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি