ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালমানের নিঃস্বার্থ, বিশ্বস্ত ও ভালোবাসার বন্ধু

প্রকাশিত : ১২:০৭, ২৮ জুন ২০১৯

Ekushey Television Ltd.

বলিউড ভাইজান সালমান খান। অভিনেতার ভক্ত ও বন্ধুর সংখ্যা কম নয়। কিন্তু তার সব থেকে বিশ্বস্ত বন্ধু একজনই। যার সঙ্গে তিনি সময় কাটান প্রায়ই। সম্প্রতি সেই বন্ধুর সঙ্গে সময় কাটানোর একটি ছবি প্রকাশ করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। 

কাছের সেই বন্ধুর সঙ্গে সময় কাটানোর প্রকাশিত ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই ভাইরাল হয়েছে। ছবিটি পোস্ট করার কিছু সময়ের মধ্যেই কয়েক লক্ষ লোক লাইক দিয়েছেন তাতে।

যে ছবিতে দেখা যায়, নিজের ভালো বন্ধুর কাঁধে হাত রেখে ছবি তুলেছেন সালমান। তারপর সেই ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নিজের সবথেকে নিঃস্বার্থ, বিশ্বস্ত ও ভালবাসার বন্ধুর সঙ্গে সময় কাটাচ্ছি।’

পছন্দের অভিনেতার প্রিয় বন্ধু কে তা কি জানেন? সে কোন মানুষ নয়, তার পোষ্য কুকুর।

সূত্র : আনন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি