ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেবরের বিয়েতে কাঁদলেন প্রিয়াঙ্কা!

প্রকাশিত : ১২:১১, ২ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের এই তারকা এখন সংসার নিয়ে ব্যস্ত। সিনেমা ছেড়ে বর নিকের সঙ্গেই অধিকাংশ সময় কাটাচ্ছেন তিনি। এরই মধ্যে শশুর বাড়িতে নয়া বিয়ের খবর। নিকের ভাই জো জোনাসের বিয়ে। প্রথম থেকেই নিক জোনাসের সঙ্গে অনুষ্ঠানে হাজির ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এদিকে দেবরের বিয়েতে হঠাৎই আবেগপ্রবণ হয়ে পড়েন প্রিয়াঙ্কা। মুখ ঢেকে কেঁদে ফেলেন নায়িকা।

জানা গেছে, ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেত্রী সোফি টার্নারের সঙ্গে বিয়ে হয়েছে জো’র। সেই বিয়ের আসর বসেছিল ফ্রান্সে। জোনাস পরিবারের ব্যক্তিগত সেই অনুষ্ঠানের ছবি তুলতে গিয়ে পাপারাৎজিদের ক্যামেরায় ফ্রেমবন্দি হন প্রিয়াঙ্কা। কিন্তু সেখানে তাকে দেখা যায় কাঁদতে।

বিয়েতে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা গোলাপি রঙের শাড়ি পরেছিলেন প্রিয়াঙ্কা। খোঁপায় ছিল ফুল। এমনিতেই নিকের ভাই-বোনেদের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক খুবই ভালো। জো-র বিয়েতেও বেশ আনন্দে কাটিয়েছেন তারা। কিন্তু হঠাৎ কেন কেঁদে ফেললেন, তা নিয়ে রহস্য থেকেই গেছে। কারণ এখনও পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি প্রিয়াঙ্কা।

তবে ধারণা করা হচ্ছে বিয়ের এই আনন্দে আবেগপ্রবণ হয়েছেন তিনি।

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি