ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘সুপার থার্টি’ নিয়ে ঋত্বিকের আবেগী বার্তা

প্রকাশিত : ১৩:৫৩, ৭ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

বর্তমান সময়ে বলিউডের অন্যতম আলোচিত সিনেমা হলো ‘সুপার থার্টি’। ঋত্বিক রোশন অভিনিত এ সিনেমাটি মুক্তি পাবে ১২ জুলাই। এই সিনামায় তাকে প্রখ্যাত গণিতবিদ আনন্দ কুমারের চরিত্রে দেখা যাবে।

সম্প্রতি এই সিনেমাটিকে নিয়ে একটি আবেগী পোস্ট করেন ঋত্বিক। ওই ভিডিও পোস্টে তিনি বলেন, এই সিনেমা আমার ও সারা পৃথিবীর সব সন্তানকে স্বপ্ন দেখতে উৎসাহিত করবে। তোমরা অসম্ভবকেও সম্ভব করার স্বপ্ন দেখো। তোমার স্বপ্নে কীভাবে পৌঁছাবে, তা আমাদের ওপর ছেড়ে দাও। আমরাই তোমাদের জন্য সেই ক্ষেত্র প্রস্তুত করে দিতে চাই।’

ঋত্বিক আরও বলেন, ‘একজন বাবা হিসেবে এই পিতৃত্বের অনুভূতিটাই আমি দৃঢ়তার সঙ্গে অনুভব করি। আর এই অনুভূতিটা এতো সুন্দর, এতো পবিত্র এবং এতো প্রয়োজনীয় যে, আমার মনে হয় এটাই সবচেয়ে শক্তিশালী আবেগের জায়গা।’

ঋত্বিক তার ভক্তদের কাছে একাধারে প্রেরণামূলক ও আবেদনময় পুরুষ। নতুন নতুন চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জ নিয়ে তা সুনিপুণভাবে সফল করাও ঋত্বিকের অন্যতম গুণ। তাই ভক্তরা তাকে বেশি পছন্দ করে।

এমএইচ/এসএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি