হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ধারণকৃত ইত্যাদির পুনঃপ্রচার আজ
প্রকাশিত : ১৬:০৫, ৭ জুলাই ২০১৯
পাবনা জেলার পাকশীতে অবস্থিত একমাত্র ইস্পাত নির্মিত সর্ববৃহৎ রেল সেতু ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজ। এ ব্রিজে ইত্যাদির একটি পর্ব ধারণ করা হয়েছিল। এ পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
এ পর্বে পাবনার ইতিহাস, ঐতিহ্য এবং মহানায়িকা সুচিত্রা সেনের ওপর রয়েছে একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন।
পাবনার বেড়া উপজেলার জগন্নাথপুর গ্রামের নিবেদিতপ্রাণ কৃষি কর্মী বাদশা মোল্লার ওপর রয়েছে একটি অনুকরণীয় প্রতিবেদন।
রয়েছে ঐতিহ্যবাহী ‘পাবনা মানসিক হাসপাতাল’ এর ওপর একটি অনুসন্ধানী প্রতিবেদন। এবারের ইত্যাদিতে গান গেয়েছেন পাবনার কৃতী সন্তান বাপ্পা মজুমদার ও তার দলছুট দল।
পাবনারই আরেক কৃতী শিল্পী স্বনামধন্য অভিনেতা চঞ্চল চৌধুরী মা, বোন, বন্ধু ও ভালোবাসার মানুষদের আবেগময় সম্পর্কের অনুভুতি নিয়ে একটি গান গেয়েছেন।
সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কয়েকটি নাট্যাংশসহ নিয়মিত পর্ব হিসেবে এবারও যথারীতি রয়েছে মামা-ভাগ্নে, নানি-নাতি, দর্শকপর্ব ও চিঠিপত্রপর্ব।
উল্লেখ্য, এ পর্বটি ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে ধারণ করা হয়েছিল। আজ এটি আবার প্রচার করা হচ্ছে।
এমএইচ/