ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিকের জন্য রান্না করলেন প্রিয়াঙ্কা

প্রকাশিত : ১৫:০৩, ৮ জুলাই ২০১৯ | আপডেট: ১৯:৫২, ৯ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

কাজের ব্যস্ততার মধ্যে সময় পেলেই নিক কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ছুটি কাটাতে দেখা যায় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। সম্প্রতি, বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছেন নিক জোনাসের ভাই জো জোনাস ও ‘গেম অফ থ্রেনস’-অভিনেত্রী সোফি টার্নার।

জো- আর সোফি জোনাস হয়তবা এখন তাদের মধুচন্দ্রিমার পরিকল্পনায় ব্যস্ত। তারই মাঝে ইতালিতে নিকের সঙ্গে একান্তে ছুটি কাটাতে দেখা গেল প্রিয়াঙ্কাকে।

পরন্ত সূর্যের আলোয় ইতালির তাস্কানির মনোরম পরিবেশ যেন আরও বেশি রোম্যান্টিক করে তুলেছে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসকে। তাস্কানিতে সন্ধ্যা নামার ঠিক আগে ‘ডিন মার্টিন’-এর ‘ভোলারে’ গানের সঙ্গে কোমর দোলাতে দেখা গেল প্রিয়াঙ্কা-নিককে।

এখানেই শেষ নয়, ইতালিতে একসঙ্গে কাটানো ডেট নাইটও কম রোম্যান্টিক হল না প্রিয়াঙ্কা-নিকের কাছে। প্রিয়াঙ্কা ও নিক দুজনে মিলে পাস্তা বানালেন। সেটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রিয়াঙ্কা।

প্রসঙ্গত, জো জোনাস ও সোফা টার্নারের বিয়ের অনুষ্ঠানের জন্য কিছুদিন আগেই প্যারিসে গিয়েছিলেন প্রিয়াঙ্কা-নিক। আর সেখান থেকেই তারা ছুটি কাটাতে পৌঁছেছেন ইতালিতে। 

এমএইচ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি