ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

কণ্ঠশিল্পী পড়শীর আবদার

প্রকাশিত : ১৩:০৮, ৯ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

কণ্ঠশিল্পী পড়শী। সম্প্রতি তিনি একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন আরেক কণ্ঠশিল্পী ইমরানের সঙ্গে। গানের শিরোনাম ‘আবদার’। গানটি ইতিমধ্যে দর্শক-শ্রোতার মাঝে সাড়া জাগিয়েছে। সেই সঙ্গে শ্রোতাদের প্রশংসাও কুড়িয়েছেন। এছাড়াও এ বছর প্রকাশিত ‘লক্ষ্মীসোনা’, ‘আবাহন’সহ বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

ইমরানের সঙ্গে গাওয়া ‘আবদার’ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুরুতে ‘আবদার’ দ্বৈত অ্যালবাম হিসেবে প্রকাশ করতে চেয়েছিলাম আমরা। এই গানের গীতিকার রবিউল ইসলাম জীবন, সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলও এটাই চেয়েছিলেন। কিন্তু পরে আমরা খেয়াল করে দেখলাম, কোনো প্রকাশক অ্যালবাম আলাদা করে প্রকাশ করছেন না। অ্যালবামের গানগুলো একক গান হিসেবে আলাদা ভিডিও করে প্রকাশ করছেন। এ জন্য শেষমেশ আমরাও ‘আবদার’ গানের ভিডিও নির্মাণ করে প্রকাশের পরিকল্পনা করি। এটা ঠিক যে, ঘোষণা দেওয়ার পরও এই মিউজিক ভিডিও প্রকাশে অনেক সময় লেগেছে। তার কারণ এই গানের সঙ্গে যারা নানাভাবে সম্পৃক্ত, তারা সবাই চেয়েছেন গান এবং ভিডিওটি সময়োপযোগী করে তোলার। ভিডিও নির্মাতা চন্দন রায় চৌধুরী সময় ও যত্ন নিয়ে কাজটি করেছেন।’

নতুন গান নিয়ে তিনি বলেন, ‘দুই মাস আগে পাঁচটি গানের কাজ শুরু করেছিলাম। তার মধ্যে শুধু ‘আবদার’ গানের ভিডিও প্রকাশ করতে পেরেছি। জুয়েল মোর্শেদ, নাভেদ পারভেজের সুর-সঙ্গীতে বেশ কিছু গান তৈরি করার পরিকল্পনা করেছিলাম, এখন সেগুলো একে একে শেষ করব। নতুন গানগুলোর জন্য একটু বাড়তি সময় নিচ্ছি। চেষ্টা করছি, আমার আগের গানগুলো থেকে এখনকার প্রতিটি আয়োজন যেন ভিন্ন ধরনের হয়।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি