ক্লোজআপ তারকা পুতুলের জন্মদিন আজ
প্রকাশিত : ০৮:৪৪, ১৩ জুলাই ২০১৯

সঙ্গীত তারকা সাজিয়া ইসলাম পুতুল। আজ তার জন্মদিন। তিনি ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরে সেরা দশ শিল্পীর মধ্যে অন্যতম ছিলেন।
সেই সময় সঙ্গীতপ্রেমীদের মনে সাড়া জাগিয়েছিলেন এই গানের পাখি। এরপর বেশ কিছু একক গান প্রকাশ করেছেন তিনি।
পুতুল একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে স্নাতকোত্তর করেছেন। গানের পাশাপাশি লেখালেখিও করেন তিনি। গত অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে তার উপন্যাস ‘জোসনা রাতে বনে যেভাবে আমাদের যাওয়া হয়ে ওঠে না।’
সম্প্রতি তার বিয়ে সম্পন্ন হয়েছে। বর কানাডা প্রবাসী নুরুল ইসলাম। সেখানে তিনি সরকারি চাকরি করেন। পাশাপাশি ওয়েডিং ফটোগ্রাফির ব্যবসা করেন।
গান, লেখালেখি আর সংসার নামের নতুন জীবন নিয়ে পথ চলছেন এই তারকা। একুশে টেলিভিশনের পক্ষ থেকে এই শিল্পীর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন।
এসএ/