ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিককে ছাড়াই জন্মদিনের পার্টি করলেন প্রিয়াঙ্কা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৪, ১৯ জুলাই ২০১৯ | আপডেট: ১৭:৩১, ১৯ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ১৮ জুলাই ছিল তার জন্মদিন। নিজের ৩৭ বছরের জন্মদিন সেলিব্রেট করছেন তিনি। এ বছর প্রিয়াঙ্কা চোপড়া নিজের জন্মদিনটা মার্কিন মুলুকে নিজের বন্ধু-বান্ধব সহকর্মীদের সঙ্গেই সেলিব্রেট করেছেন। তবে ছিলেন না স্বামী নিক।

জন্মদিনে সারপ্রাইজ কেক নিয়ে হাজির হন প্রিয়াঙ্কার সহকর্মীরা। তার জন্য বিশাল বড় একটা কেক নিয়ে আসেন তারা। যা দেখে চমকে যান নায়িকা।

সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কার জন্মদিন সেলিব্রেশনের ভিডিও প্রকাশ পেয়েছে। আর প্রকাশের সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, প্রিয়াঙ্কা কিছু লোকজনের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ তার জন্য সারপ্রাইজ কেক নিয়ে হ্যাপি বার্থ ডে উইশ করতে হাজির হন বেশকিছু লোকজন। সকলের সামনেই নিজের জন্মদিনের কেক কাটেন পিগি।

উল্লেখ্য, মার্কিন গায়ক নিক জোনাসকে গত বছরের ১ ডিসেম্বর বিয়ে করেন প্রিয়াঙ্কা। সেই থেকে সংসার জীবনের সাত মাস চলছে তাদের। তবে বিয়ের পরে প্রথম জন্মদিনে খুঁজে পাওয়া যায়নি নিককে। অথচ গত বছর প্রিয়াঙ্কার জন্মদিনে তার পাশে পাশেই দেখা গিয়েছিলো নিককে।

এদিকে বিয়ের পরে প্রথম জন্মদিনে কেনো নিককে দেখা যায়নি- তা নিয়ে প্রশ্ন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

 

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি