ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রিয়াঙ্কার ধুমপানের ছবি ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৬, ২২ জুলাই ২০১৯ | আপডেট: ১৩:১৪, ২২ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

দীর্ঘদিন পর ‘দ্য স্কাই ইজ পিংক’ দিয়ে বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। ভক্তদের আর তর সইছে না। এর মধ্যে গত বৃহস্পতিবার নিজের ৩৭ বছরের জন্মদিন সেলিব্রেট করছেন ‘দেশি গার্ল’। জন্মদিনে মা, বোন পরিণতী, স্বামীকে নিয়ে সাগর পাড়ে সময় কাটাচ্ছিলেন নায়িকা। এই সময় পাপ্পারাজিদের ক্যামেরায় ধরা পড়েন অভিনেত্রী। সেই ছবি নিয়ে এখন চলছে হইচই।

গত বছর একটি সংস্থার বিজ্ঞাপনে প্রিয়াঙ্কা দাবি করেন, ৫ বছর বয়সে তার অ্যাজমা ধরা পড়ে। তবে তাকে দমিয়ে রাখতে পারেনি।

আর পাঁচ বছর বয়স থেকে যিনি অ্যাজমা আক্রান্ত, তিনি সিগারেটে সুখটান দিচ্ছেন! কী সাংঘাতিক! প্রিয়াঙ্কার চিন্তায় তাই ঘুম উড়েছে নেটিজেনদের।

সম্প্রতি প্রিয়াঙ্কার একটি ছবি প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে, স্বামী নিক ও মা মধু চোপড়ার সঙ্গে বসে ধুমপান করছেন অভিনেত্রী। আর এই ছবির কারণেই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে।

একজন মন্তব্য করেছেন, দীপাবলিতে হওয়া অ্যাজমা সারাচ্ছেন প্রিয়াঙ্কা। আর একজনের বক্তব্য, হিন্দু উৎসব দীপাবলির সময়ই প্রিয়াঙ্কা হঠাৎ অ্যাজমা আক্রান্ত হয়ে গেলেন। বাজির ধোঁয়ায় তিনি শ্বাস নিতে পারছিলেন না। এখন তিনি ও তার পরিবার ধুমপান করে অ্যাজমা সারাচ্ছেন।

অভিনেত্রীর একটি পুরোনো টুইট নিয়েও শুরু হয়েছে রসিকতা। তাকে ‘ভণ্ড’ ও ‘নকল’ বলেও কটাক্ষ করেছেন অনেকেই।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি