ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

শুভ জন্মদিন তারিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১, ২৬ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। দীর্ঘদিন ধরেই তিনি টিভি দর্শকদের মুগ্ধতা দিয়ে আসছেন। যদিও ইদানিং তাকে নাটকে খুব একটা দেখা যায় না, তবে বেছে বেছে অভিনয় করছেন। আজ ২৬ জুলাই তার জন্মদিন। এই অভিনেত্রীর প্রতি একুশের পরিবারের পক্ষ থেকে রইলো অনেক অনেক শুভেচ্ছা।

তারিন জাহানের জন্মস্থান নোয়াখালী। ১৯৮৫ সালে জাতীয় সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ ‘নতুন কুঁড়ি’-তে অভিনয়, নাচ এবং গল্প বলাতে প্রথম হন। তখন থেকেই তিনি শিশু শিল্পী হিসাবে ছোট পর্দায় কাজ শুরু করেন। তিনি ওস্তাদ হাসান ইকরাম উল্লাহ’র কাছে শাস্ত্রীয় সংগীতে তালিম নেন।

পরবর্তীতে নাচ, মডেলিং আর অভিনয়ে জনপ্রিয় হলেও সংগীত নিয়ে তেমন নিয়মিত ছিলেন না তারিন। তবে ২০১১ সালের ঈদ উল আযহায় ‘আকাশ দেব কাকে’ শিরোনামে প্রথম একক অ্যালবাম বের করেন।

হুমায়ূন আহমেদের ‘এইসব দিন রাত্রি’ ধারাবাহিক নাটকে প্রথম শিশু চরিত্রে অভিনয় করেন তারিন। তারপর তিনি ১৯৮৮ সালে শহীদুল্লাহ কায়সারের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ‘সংসপ্তকে’-ও শিশু চরিত্রে অভিনয় করেন।

তিনি প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করেন তৌকির আহমেদের সঙ্গে ‘কাঁঠাল বুড়ি’ নামের নাটকে। এটি ছিলো এটিএন বাংলায় প্রচারিত প্রথম নাটক।

টিভির সঙ্গে সঙ্গে চলচ্চিত্রেও পা রেখেছেন তারিন। ‘পিরীত রতন পিরীত ধন’ এবং ‘কাজলের দিনরাত্রি’ নামের দুটি সিনেমাতে অভিনয় করে দর্শক প্রিয়তা পেয়েছেন। এরমধ্যে ‘কাজলের দিনরাত্রি’ সিনেমাটি ২০১৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়।

অভিনয়ের পাশাপাশি নৃত্য ও বিজ্ঞাপনের মডেলিংয়েও দারুণ জনপ্রিয়। প্রায় সময়ই তাকে নানা রকম অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। হাজির হন বাহারি সব পণ্যের বিজ্ঞাপনেও।
জন্মদিন প্রসঙ্গে তারিন বলেন, ‘আজকালকার জন্মদিন ভুলে যাওয়ার সুযোগ নেই। রাত ১২টা বাজতেই মোবাইল, ফেসবুকে শুভেচ্ছা আসতে থাকে। জীবনটাকে বেশ আনন্দময় লাগে।’

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি