ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

আজ ফারিয়ার ‘বিবাহ অভিযান’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৪, ২৬ জুলাই ২০১৯ | আপডেট: ০৯:৩৬, ২৬ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নুসরাত ফারিয়া অভিনীত ‘বিবাহ অভিযান’। যদিও গত ২১ জুন কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো সিনেমাটি।

রোমান্টিক কমেডি ঘরানার ‘বিবাহ অভিযান’ সিনেমাটি পরিচালনা করেছেন বিরসা দাশগুপ্ত। এর গল্প, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন রুদ্রনীল ঘোষ।

এতে আরও অভিনয় করেছেন- সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার, অনির্বাণ ভট্টাচার্য। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ।

নুসরাত ফারিয়া বলেন, ‘বিবাহ অভিযান’ সিনেমাটি কলকাতায় মুক্তি পাওয়ার পর বেশ সাড়া পেয়েছি। এবার নিজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ইচ্ছে আছে সিনেমা হলে গিয়ে দর্শকসারিতে বসে সিনেমাটি দেখবো। আমার বিশ্বাস, প্রেক্ষাগৃহে সিনেমাটি দর্শকরা বেশ উপভোগ করবেন।

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি