ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও পর্দায় ফিরছেন শিল্পা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ২ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

শিল্পা শেঠি। বলিউডের এক সময়ের পর্দা কাপানো অভিনেত্রী। তবে দীর্ঘ ১৩ বছর বড় পর্দা থেকে দূরে আছেন তিনি। নতুন খবর হচ্ছে- আবারও ফিরে আসছেন শিল্পা। ‘নিকম্মা’ সিনেমায় অভিমন্যু দস্যানি ও শার্লি সেটিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাকে। সিনেমার পরিচালক সাব্বির খান।

সবশেষ ২০০৭ সালে ‘আপনে’ সিনেমায় শিল্পাকে দেখেছিল দর্শক। ৪৪ বছরের এ অভিনেত্রী এরপর অভিনয় থেকে দূরে ছিলেন। এর আগে ‘লাইফ ইন মেট্রো’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে। এরপর আর বড় পর্দায় তাকে দেখা যায়নি। যদিও মাঝেমধ্যে ‘ওম শান্তি ওম’, ‘দোস্তানা’ ও ‘ঢিসকিয়াঁও’-র মতো সিনেমায় ছোটখাটো ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

বড় পর্দায় ফিরে আসার কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পা শেঠি লেখেন, হ্যাঁ, এটা সত্য। ১৩ বছরের দীর্ঘ বিশ্রাম শেষ হচ্ছে। নিকম্মা সিনেমায় আবার আমাকে দেখা যাবে, একথা জানাতে গিয়ে উৎসাহিত বোধ করছি।

এদিকে এ সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক হচ্ছে গায়িকা শার্লি সেটিয়ার। তিনি ইউটিউবে যথেষ্ট জনপ্রিয়। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে ‘নিকম্মা’।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি