ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

আজ অভিনেত্রী ভাবনার জন্মদিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৬, ৩ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

মডেলিং দিয়ে ক্যারিয়ারের শুরু। তারপর মনোযোগী হন টিভি নাটকে। ভিন্নধর্মী অভিনয় দিয়ে দর্শকনন্দিত হয়েছেন তিনি। বলছি মডেল ও অভিনেত্রী  আশনা হাবিব ভাবনার কথা। আজ তার জন্মদিন। একুশের পরিবারের পক্ষ থেকে তার জন্য রইলো শুভেচ্ছা। শুভ জন্মদিন ভাবনা।

দীর্ঘদিন ধরে মিডিয়ায় কাজ করছেন ভাবনা। বর্তমানে নিয়মিত নাটকে অভিনয় করছেন দর্শকপ্রিয় এই অভিনেত্রী। সিনেমাতেও অভিনয় করেছেন এই তারকা। অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমাটিতে ভাবনা নিজেকে প্রকাশ করেছেন ভিন্ন ভাবে। ওপার বাংলার পরমব্রতের বিপরীতে অভিনয় করে দর্শক মহলে প্রশংসিত হয়েছেন তিনি। এটি তার প্রথম সিনেমা।

ভাবনা শুধু অভিনয় নিয়েই নয়, লেখালেখির সঙ্গেও জড়িত। গত দুই একুশের বই মেলাতে ‘গুলনেহার’ ও ‘তারা’ নামে দুটি উপন্যাসও লিখেছেন তিনি।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি