ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাইফ আলী খানের জন্মদিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ১৬ আগস্ট ২০১৯ | আপডেট: ১৪:০৩, ১৬ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক সাইফ আলী খানের ৪৯তম জন্মদিন আজ। তিনি অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং ক্রিকেট খেলোয়াড় মনসুর আলী খান পাতৌদির সন্তান। তার বর্তমান স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর।

সাইফ আলী খান ১৯৭০ সালের ১৬ আগস্ট জন্মগ্রহণ করেন। তার আসল নাম ছিল সাজিদ আলী খান। পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখেন সাইফ আলী খান।

সাইফ তার চেয়ে বয়সে ১০ বছরের ছোট বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর কে বিয়ে করেন। এর আগে অমৃতা সিংয়ের সঙ্গে ১৩ বছর সংসার করার পর বিচ্ছেদ ঘটিয়ে কারিনার সঙ্গে টানা পাঁচ বছর চুটিয়ে প্রেম করেন সাইফ। ২০১২ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

সাইফ ও অমৃতার সংসারে ইব্রাহিম আলি খান নামে এক পুত্র এবং সারা আলি খান নামে এক কন্যা রয়েছে। সাইফ ও কারিনার সংসারে তৈমুর নামে এক পুত্র রয়েছে।

প্রসঙ্গত, ২০০৯ সালে সাইফ ভারতের সবচেয়ে সম্মানিত পুরস্কার ‘পদ্মাশ্রী’ ভূষণে ভূষিত হন। ‘হাম তুম’ সিনেমাতে অভিনয়ের কারণে ২০০৫ সালে সাইফ আলী খান ভারতের ‘ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড’র সেরা অভিনেতার পুরস্কার পান।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি