ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

আলিয়ার চমক (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ১৬ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সুঅভিনয় দিয়ে তিনি ইতিমধ্যে বেশ খ্যাতি অর্জন করেছেন। তবে এবারই প্রথমবারের মতো কোন মিউজিক ভিডিওতে অভিনয় করলেন অভিনেত্রী। যা সম্প্রতি মুক্তি পেয়েছে। আর মুক্তির সঙ্গে সঙ্গে ভারতের টপ লিস্টে উঠে এসেছে গানটি।

গায়িকা হিসেবে আগেই বলিউডে আত্মপ্রকাশ করেছেন অভিনেত্রী আলিয়া ভাট। এবারই প্রথম মিউজিক ভিডিও করছেন তিনি। মাত্র ২৬ বছর বয়সে আলিয়ার মুকুটে একের পর এক যুক্ত হচ্ছে পালক। স্টাইল স্টেটমেন্ট থেকে অভিনয়- সব কিছুতেই দর্শককে মাত করেছেন তিনি। এবার অংশ নিলেন মিউজিক ভিডিও।

দূরদর্শন নামের ব্যান্ডের সঙ্গে গানের অ্যালবাম তৈরি করেছেন আলিয়া। ব্যান্ডের সদস্যরা হলেন ওঙ্কার সিং ও গৌতম শর্মা ওরফে বাবা। এর আগে রাগিনিতে ল্যাম্বরঘিনি নামের গানে বেশ জনপ্রিয়তা পেয়েছিল এই ব্যান্ড। এবারে শুধু এরাই নন, থাকছেন শ্রেয়া শর্মাও। আর এই মিউজিক ভিডিও তৈরি হচ্ছে প্রাডার জন্য। জ্যাকি ভাগনানি ও জাস্ট মিউজিক প্রযোজিত মিলেনিয়াল জ্যাম প্রাডায় আলিয়া ও দূরবীনকে একসঙ্গে শো করতে দেখা যাবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি